জলবায়ু বিজ্ঞানী ও আইইউবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক সালিমুল হককে সম্মানসূচক উপাধি দিয়েছে যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি।
Published : 16 Jul 2022, 07:45 PM
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং উন্নয়নশীল দেশ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহয়তা করার স্বীকৃতি হিসেবে তাকে ‘ডক্টর অব সায়েন্স’ উপাধি দেওয়া হয়েছে।
শনিবার আইইউবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অধ্যাপক সালিমুল হককে এ উপাধি দেওয়া হয়।
সালিমুল হক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের কয়েকটি পদে কর্মরত আছেন।