বৃত্তি দেওয়া হয়েছে ২৮০ জন শিক্ষার্থীকে।
Published : 02 Nov 2024, 07:44 PM
শিক্ষার্থীদের ভবিষ্যৎ অর্থনৈতিক সুযোগের জন্য প্রস্তুত করতে ‘ফিউচারনেশন’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে কর্মসংস্থানের বিশেষ ক্লাস ও বৃত্তি দেওয়া হয়েছে।
সম্প্রতি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ইউএনডিপি বাংলাদেশ এবং গ্রামীণফোন লিমিটেডের যৌথ উদ্যোগে এমপ্লয়বিলিটি মাস্টার ক্লাস এবং স্কলারশিপ অনুষ্ঠান আয়োজনের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় ও ইউএপি ট্রাস্টিজের সদস্য আলমজেব ফরজাদ আহমেদ।
মাস্টার ক্লাসটি পরিচালনা করেন গ্রামীণফোনের কমিউনিকেশনের প্রধান শরফুদ্দিন আহমেদ চৌধুরী, যেখানে প্রায় ২৮০ জন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে ২০০ ছাত্রকে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ এবং ৮০ জন ছাত্রকে ফ্রন্টিয়ার টেক স্কলারশিপ প্রদান করা হয়।
স্থপতি মাহবুবা হক বলেন, ফিউচারনেশন ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এ অংশীদারিত্ব কেবল শিক্ষাগত অভিজ্ঞতাই বাড়াবে না বরং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগকর্তারা যে দক্ষতার সন্ধান করছেন সেটির সঙ্গে এটিকে একত্রিত করবে।
তিনি শিক্ষার্থীদের তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে এবং ফিউচারেশন যে সুযোগগুলো দেয় সেগুলো কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য কামরুল আহসান কর্মসংস্থান প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। একাডেমিক জ্ঞান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এমন পদক্ষেপ প্রত্যাশা পূরণ করতে পারে।