বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার পর থেকেই বিষয়টি আলেচানায় এসেছে।
Published : 03 Jan 2025, 04:29 PM
সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের এক রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান।
শুক্রবার বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার পর থেকেই বিষয়টি আলেচানায় এসেছে।
দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষনা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করার কথাও বলেছেন উপাচার্য নিয়াজ আহমদ খান।
ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিবিএ ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, এ বছর আইবিএতে ১২০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১০ হাজার ২৭৮ জন। আগামী ১৫ জানুয়ারি প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘চারুকলা ইউনিট’ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) শনিবার অনুষ্ঠিত হবে।
এছাড়া, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২ টা ৩০ পর্যন্ত চলবে।