সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় ‘সহিংসতায় জড়িত’ শিক্ষার্থীদের সাময়িক বহিষ্ককার করার সিদ্ধান্ত হয়।
Published : 18 Mar 2025, 05:25 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় দায়ী হিসেবে ১২৮ জনের তালিকা করেছে সত্যানুসন্ধান কমিটি।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়নের নাম রয়েছে সেখানে।
সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়, ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।
সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামসউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
জুলাই-অগাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সহিংসতার ঘটনায় গত ৮ অক্টোবর আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণের নেতৃত্বে এই সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানায়।
সোমবার সিন্ডিকেট সভায় এই তালিকা তোলা হয়। সত্যানুন্ধান কমিটির তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয় এবং রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তালিকায় হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানকে। তারা সশরীরে হামলায় উপস্থিত ছিলেন বলেও সত্যানুন্ধান কমিটির ভাষ্য।
এছাড়া ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাদের নাম রয়েছে তালিকায়। বহিরাগত কয়েকজনও আছে।
তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে তাদের প্রতিবেদন তুলে দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, সবমিলিয়ে ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত হামলার ২৫ শতাংশ এই প্রতিবেদনে উঠে এসেছে, কারণ কেবল সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, এমন নামই দেওয়া হয়েছে।