এনডিসি দাবা কার্নিভালের চ্যাম্পিয়ন আইইউবি’র অমিত

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে পুরুষদের দাবায় এর আগে রৌপ্য পদক জিতেছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 01:44 PM
Updated : 22 May 2023, 01:44 PM

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর শিক্ষার্থী অমিত বিক্রম রায় ৮ম এনডিসি জাতীয় দাবা কার্নিভাল ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছেন।

চ্যাম্পিয়ন হওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এ শিক্ষার্থী টানা ছয়টি খেলায় জয় পেয়েছেন বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অমিত ২০২২ সালে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে পুরুষদের দাবায় রৌপ্য পদক জিতেছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় এ বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়া দুটি দলের একটি ‘আইইউবি মিটেনস’ রানার্স আপ হয়েছে।

এ দলের সদস্যরা হলেন- সিএসই বিভাগের কাজী জারিন তাসনিম, আইমান হামিদ সাদ ও অমিত বিক্রম রায়। তাদের সঙ্গে অতিথি খেলোয়াড় হিসেবে ছিলেন বর্তমান মহিলা জাতীয় চ্যাম্পিয়ন নোশিন আনজুম।

এতে ছয়টি খেলার মধ্যে বোর্ড ১ এ অমিত সবগুলোতে; বোর্ড ২ এ সাদ দুটিতে; বোর্ড ৩ এ জারিন পাঁচটিতে এবং বোর্ড ৪ এ নোশিন পাঁচটিতে জয় পান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দ্বিতীয় দলের নাম ‘আইইউবি কিটেনস’, যারা ২৮তম হয়েছে। এ দলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির বানিয়ামিন রবিন, সিএসইর রাকিব হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের আল ফিদা।