অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তি দেওয়া হয়।
Published : 06 Jul 2024, 07:56 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তি দেওয়া হয়।
নবীব শিক্ষার্থীদের উদ্দেশে নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য দেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শীমা আহমেদ, এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, এনএসইউর রেজিস্ট্রার আহমেদ তাজমীন, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান ।
অনুষ্ঠানের শুরুতে এনএসইউর ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন, সানজিদা মাহমুদ নন্দিতা ও ঋতুরাজ-এর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।