“ছাত্রশিবিরকে আহ্বান জানাই, সব কমিটি সামনে আনুন; আমরা আপনাদের রাজনৈতিক অধিকার রক্ষা করব", বলেন সমন্বয়ক আবু বাকের।
Published : 21 Feb 2025, 12:45 AM
সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মিছিলের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সংক্ষিপ্ত’ সমাবেশ করেন তারা।
সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, "শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। সিলেটের এমসি কলেজে স্বাধীনতা হরণের ঘটনাই ঘটেছে।
“বাংলাদেশে সহিংসতার কোনো রাজনীতি আর হবে না। সহিংসতা প্রতিরোধে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্রদল-ছাত্রশিবির কেউ যদি সহিংসতা কিংবা পুরনো রাজনীতি ফিরিয়ে আনতে চায়, প্রতিরোধ করা হবে।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, "বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জুলাই মাসেই সন্ত্রাস বিতাড়িত করেছি। কিন্তু বিভিন্ন সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন করে সন্ত্রাস কায়েম করতে চায়। আমরা তাদের এই অপচেষ্টাকে ধিক্কার জানাই।"
তিনি বলেন, “আমরা শুনতে পাচ্ছি, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পুরো কমিটি সামনে আসেনি। তারা আগে ছাত্রলীগকে ভয় পেয়ে গোপনে রাজনীতি করত, এখন তারা কাকে ভয় পায়?
“আমরা আহ্বান জানাই, আপনারা সব কমিটিকে প্রকাশ্যে আনুন। গুপ্ত রাজনীতি ছেড়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে ফিরুন। আমরা আপনাদের রাজনৈতিক অধিকার রক্ষা করব।"