কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ৯০১-৯৫০ ব্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে এনএসইউ।
Published : 05 Jun 2024, 09:04 PM
যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি-এনএসইউ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫-এ ৯০১-৯৫০ ব্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে এনএসইউ।
এবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ২১তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৫০৩টি প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই জরিপ করা হয়েছে, যার মধ্যে ছিল গবেষণা উদ্ভাবন, কর্মসংস্থান ও ফলাফল, অভিজ্ঞতা, বৈশ্বিক সম্পৃক্ততা এবং স্থায়িত্ব। র্যাংকিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয়কেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম সকল শিক্ষক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন, “এই অর্জন সবার কঠোর পরিশ্রমের ফলাফল। তাদের প্রচেষ্টায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।”
তিনি র্যাংকিংয়ে ভালো করা অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও অভিনন্দন জানিয়েছেন।