সব স্কুলে শিশু সুরক্ষা কমিটি করতে হবে: মাউশি মহাপরিচালক

নতুন কার্যক্রমে শিক্ষার প্রায়োগিক দিকে জোর দেওয়া হয়েছে, বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 03:09 PM
Updated : 24 Oct 2023, 03:09 PM

দেশের সব স্কুলে শিশু সুরক্ষা কমিটি গড়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্কুলগুলোতে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার সিরডাপ মিলনায়তনে 'চাইল্ড ব্রাইড টু বুকওয়ার্ম' প্রকল্পের শিখন বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদশ এ আলোচনা সভার আয়োজন করে।

মহাপরিচালক বলেন, "নতুন কার্যক্রমে শিক্ষার প্রায়োগিক দিকে জোর দেওয়া হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই মানে আনতে হবে। প্রকল্পের অর্জনগুলো টেকসই করতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।"

মূলত এ আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল 'চাইল্ড ব্রাইড টু বুকওয়ার্ম' প্রকল্পের সমাপনী সমীক্ষার ফলাফল প্রকল্পের শিখন সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা। পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে তাদের কার্যক্রমে এ প্রকল্পের শিখন ব্যবহারের জন্য সুপারিশ করা।

ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিজ্ঞপ্তিতে জানায়, এখন পর্যন্ত প্রান্তিক এলাকার স্কুলের মোট ১০ হাজার ও ১৫ হাজার শিশু এ প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয়েছে। বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার কমেছে এবং অন্তর্ভুক্ত সংশ্লিষ্টরা জেন্ডার সমতার বিষয়ে সচেতন হয়েছে।

এতে বলা হয়, প্রকল্পটি দ্বারা স্টুডেন্ট কেবিনেট সক্রিয় করা, শিশু সুরক্ষা কমিটি গঠন, মডেল বিদ্যালয় মেলা আয়োজনের মাধ্যমের শিশুদের নেতৃত্ব বিকাশ করা হয়েছে। সেইসঙ্গে অভিভাবক সভার মাধ্যমে অভিভাবকদের জেন্ডার সমতা, মেয়ে শিক্ষার গুরুত্ব, বাড়িতে শেখার অনুকুল পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়েছে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও আরডিসি চেয়ারপারসন ড. মেসবাহ কামাল সমাপনী সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন। প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ফারজানা বারী।

সভায় সবশেষে কিশোরী-যুব ও প্রধান শিক্ষকদের অংশগ্রহণে 'তৃণমূলের কণ্ঠস্বর' শীর্ষক একটি মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, প্রকল্পটি কীভাবে শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্বের গুণ সৃষ্টি করতে ভূমিকা পালন করেছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর পরিচালক (সিএলজিই ও অ্যাডমিন) মো. শাহেদুল খবির চৌধুরী ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. একিউএম শফিউল আজমসহ অনেকে।

স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কেন্দ্রীয় ও উত্তর অঞ্চলের প্রধান আশিক বিল্লাহ।