আগের সেমিস্টারের শিক্ষানবিশ প্রোগ্রামগুলোতে সেরা কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
Published : 09 Nov 2022, 09:41 PM
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে ‘শিক্ষানবিশ দিবস’ আয়োজন করা হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিল্ডিংয়ে এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষানবিশ প্রোগ্রামগুলো তুলে ধরা হয়। এগুলোতে শিক্ষার্থীদের সরাসরি মিডিয়া, ফিল্ম এবং পাবলিক রিলেশনস খাতের দক্ষতাভিত্তিক কাজের ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্লাসের বাইরেও অনেক কিছু আছে, যা আমাদের হাতে কলমে শিক্ষা দেয়।
তিনি শিক্ষার্থীদের পছন্দের শিক্ষানবিশ প্রোগ্রাম বেছে নিয়ে নিজেকে দক্ষভাবে গড়ে তোলার পরামর্শ দেন।
পরে ভিডিও প্রদর্শনী ও প্রেজেন্টেশনের মাধ্যমে নবীনদের সামনে এপপ্রেন্টিসশিপ প্রোগ্রাম এবং আউটরিচ প্রোগ্রামের কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠাতে গত সেমিস্টারে শিক্ষানবিশ প্রোগ্রামগুলোতে সেরা কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।