রোববার বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Published : 26 Aug 2024, 05:17 PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদে ফাতিনাজ ফিরোজকে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোববার ট্রাস্টি বোর্ডের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ফাতিনাজ ফিরোজের পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
বোর্ডের অনুরোধে চেয়ারম্যান তার পদত্যাগ প্রত্যাহার করেন এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব নেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করার পর শুক্রবার রাতে শিক্ষালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এই ঘোষণার তিন দিনের মাথায় স্বপদে ফিরলেন ফাতিনাজ।