কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন প্রতিষ্ঠানটির ৩২ শিক্ষার্থী।
Published : 22 Apr 2025, 08:02 PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিষ্ঠানটির উপাচার্য মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
রাজু ভাস্কর্যে সমাবেশে থেকে তারা কুয়েট উপাচার্যের পদত্যাগে মঙ্গলবার রাত পর্যন্ত সময় বেঁধে দিয়ে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাবির ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজু ভাস্কর্যে মিলিত হন শিক্ষার্থীদের দলটি। সেখানে দাবি আদায়ে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি দেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক।
তিনি বলেন, “আজ রাতের মধ্যে আমাদের দাবি না মানলে শাহবাগ ব্লকেডের মত কর্মসূচি দিতে বাধ্য হব।”
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, “কুয়েটের ঘটনা কোনো বিছিন্ন ঘটনা না। কুয়েটকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করে দখল করেছিল, সেই একই নির্যাতন জুলুমের খড়গ আমাদের ওপর নেমে আসতে পারে।
“ফলে কুয়েটকে শুধু কুয়েট মনে করে ভুল করবেন না। কুয়েট শুধু একটি পদক্ষেপ মাত্র। কুয়েটে যদি তারা সফল হয়, তাহলে সারা দেশে এই দখলদাররা দখলদারিত্বের লাইন পেয়ে যাবে।”
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হলে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
এ ছাড়া ঘটনার প্রায় দুই মাস পর ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার থেকে কুয়েটের ৩২ শিক্ষার্থী অনেশনে বসেছেন। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন।
কুয়েট শিক্ষার্থীদের ওই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাবির একদল শিক্ষার্থী বিক্ষোভ করছেন। এর আগেও তারা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
মঙ্গলবার ঢাবিতে বিক্ষোভে কুয়েটের ১৫ ব্যাচের শিক্ষার্থী ফারহান আকিব বলেন, “আমরা সবাই একসঙ্গে রাস্তায় এসে দাঁড়ালে এমন ভিসি, অথর্ব প্রশাসন ধুয়ে যাবে। অবিলম্বে এই ভিসিকে বহিষ্কার করতে হবে। আমরা আজ শাহবাগে ৫ মিনিটের প্রতীকী ব্লকেড করেছি, দাবি না মানলে কঠোর কর্মসূচি দেব।”
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ।