এ সেবার আওতায় জানুয়ারিতে নগরীর বিভিন্ন রুটে ১০টি বাস চালানো হবে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে বিশ্ববিদ্যালয়টির কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আড্ডায় মুখর হয়ে উঠেছিল আমুলিয়ার মাঠ। সাংস্কৃতিক আয়োজন, মেলা, র্যাফেল-ড্রসহ দিনব্যাপী ছিল নানা আয়োজন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন ব্যান্ডের গান। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ম্যাজিক শো। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ। এছাড়া বাচ্চাদের জন্যও ছিল বিভিন্ন আয়োজন।