নৌবাহিনীর এই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার পদে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
Published : 11 Mar 2025, 05:31 PM
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান।
নৌবাহিনীর এই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার পদে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার তার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগের মেয়াদ রেজিস্ট্রার পদে তার যোগদানের তারিখ থেকে চার বছর বা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত বহাল থাকবে। তবে রাষ্ট্রপতি বা চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আইন-২০১৩ অনুযায়ী, কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান রেজিস্ট্রার হিসাবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মকর্তার দায়িত্ব পাবেন।
মঙ্গলবার প্রকাশিত আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার কমডোর মো. মনির উদ্দীন মল্লিককে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি নামে ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত ১৩ ফেব্রুয়ারি জারি করা এক অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করা হয়।