অষ্টমবারের মতো অনুষ্ঠিত হবে এ মেলা।
Published : 26 Dec 2024, 02:02 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের নন-ফিকশন বইমেলা।
ব্যবসায় শিক্ষা অনুষদ ও দৈনিক বণিক বার্তার এ যৌথ আয়োজন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
বৃহস্পতিবার ব্যবসায় শিক্ষা অনুষদে সংবাদ সম্মেলন করে মেলার বিস্তারিত তুলে ধরা হয়।
শনিবার সকাল ১০ টায় মেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এতে বক্তৃতা করবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক, প্রকাশক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি।
প্রকাশকদের মনোনীত বই থেকে নির্বাচিত দুটি বইকে ‘নন ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেওয়া হবে। সমাপনী অনুষ্ঠানে থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সম্মেলনে অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম বলেন, “২০১৫ সাল থেকে বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই নন-ফিকশন বই মেলাটি। আমাদের জানা মতে, দেশে এটিই একমাত্র নন-ফিকশন বই মেলা।
“এবছর ব্যতিক্রমী কিছু আয়োজন নিয়ে আসছে এই বই মেলা। এ বছর সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলায় ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে বই কেনার সুযোগ পাবে পাঠকরা। সেই সাথে থাকছে ক্রেতাদের জন্য র্যাফেল ড্রয়ের আয়োজন।"
ডিন ইমাম বলেন, “নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এই ধরনের বই পড়ায় তাদের আগ্রহী করে তোলা।"
বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম, যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল ইসলাম অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।