”বর্তমানের প্রেক্ষাপট বদলে গেলে ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়,” আলোচনা সভায় বলেন অধ্যাপক সলিমুল্লাহ খান।
Published : 25 Feb 2025, 09:01 PM
ইতিহাস যে শুধু পুরনো দিনের কাহিনী নয়, বর্তমানের সঙ্গে অতীতের সংযোগও তা মনে করিয়ে দিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, ইতিহাস হল বর্তমান থেকে দেখা অতীত।
তিনি বলেন, বর্তমানের প্রেক্ষাপট বদলে গেলে ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান ও আলোচনার সভার বিষয়বস্তু তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান।
এনএসইউ’র ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলী শহীদুল ইসলাম বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন।
শহীদুল ইসলাম বলেন, “বাংলা ভাষা নিয়ে শুধু আবেগ নয়, আমরা সর্বক্ষেত্রে এর প্রয়োগ দেখতে চাই। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে আমাদের উদ্যোগ আরও বাড়াতে হবে।”
উপাচার্য বলেন, “সকল ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মত্যাগের ফলেই আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি।”
ভারপ্রাপ্ত উপ-উপাচার্য বলেন, একুশের মূল চেতনা বাস্তবায়নে আরও কাজ করতে হবে।
আহমেদ তাজমীন বলেন, “ভাষা আত্মার জানালা। আত্মা ছাড়া যেমন মনের মুক্তি সম্ভব নয়। তেমনি নিজেদের ভাষা ছাড়া কোন জাতির মুক্তি সম্ভব নয়।”