২০২৪ সালের সামার সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
Published : 08 Jun 2024, 08:16 PM
চলতি বছরের সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
সম্প্রতি জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে নবীনবরণ হয় বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান এম এ রশীদ। সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ রশীদ আহমেদ চৌধুরী, আহ্বায়ক নুরুল আবসার, তিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের, নাজনীন আক্তার ও সার্মেন রড্রিক্স, ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক আসিফ ইকবাল, প্রক্টর ইমন কল্যাণ চৌধুরী ও রেজিস্ট্রার আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।
নবীনদের বরণের পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল।