উপ-উপাচার্য পদে অধ্যাপক মামুন আহমেদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।
Published : 12 Sep 2024, 06:08 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে বলেছে, উপ-উপাচার্য পদে অধ্যাপক মামুন আহমেদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।
তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের মত বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদেও পরিবর্তনের ঢেউ লাগে। উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের পাশাপাশি প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনদের পদত্যাগের হিড়িক পড়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আর উপ-উপাচার্য (প্রশাসন) পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশাকে নিয়োগ দেওয়া হয়। এবার উপ-উপাচার্য (শিক্ষা) পদটিও পূরণ করা হল।