পাশাপাশি ক্ষতিগ্রস্ত জায়গায় গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Published : 27 Nov 2024, 08:42 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ‘পরিবেশগত নিয়ম লঙ্ঘন করে’ পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত জায়গায় গাছ লাগানোর নির্দেশ দেওয়ার কথা বুধবার পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উন্নয়ন কাজের পরিবেশবান্ধব বাস্তবায়ন নিশ্চিত করতে অবিলম্বে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন কাজের পরিবেশগত দিকগুলো নিশ্চিত করার জন্য একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক আধাসরকারি পত্র পাঠিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
পরে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।