অনেক কালোত্তীর্ণ লোক গানের জন্ম দেওয়া এই বাউলের স্মরণে ২০০৬ সাল থেকে উৎসব আয়োজন করছে ভক্তরা।
Published : 06 Feb 2024, 07:59 PM
বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে হবে লোক উৎসব।
আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি জেলার দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে ‘শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৪’।
শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত লোক উৎসবে এবারও সহযোগিতার থাকার কথা বলেছে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ। সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, গত সোমবার লোক উৎসবের বিষয়ে শাহ আবদুল করিম পরিষদ সংবাদ সম্মেলন করেছে সিলেট নগরীতে।
বাংলা লোকগানের এ বাউল সম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে উৎসব আয়োজন করছে ভক্তরা।
বাউল সম্রাটের ছেলে ও সংগঠনের সভাপতি শাহ নুর জালাল সংবাদ সম্মেলনে বলেন, দুই দিনের উৎসবে দেশ-বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনায় অংশ নেবেন ও শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
কালোত্তীর্ণ লোক গানের রচয়িতা বাউল সম্রাট শাহ্ আবদুল করিমকে গানে গানে স্মরণ করবেন ভক্ত-অনুসারীরা।
সুনামগঞ্জের দিরাইয়ের বরাম হাওরঘেঁষা উজানধলের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর পাড়ে জীবন কাটিয়েছেন শাহ আবদুল করিম। তার কালজয়ী অসংখ্য গান বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে।