এ ডেস্কের মাধ্যমে রুপিতে ভারত-বাংলাদেশে বাণিজ্য বিষয়ে সব রকম তথ্য দেবে ব্যাংক দুটি।
Published : 12 Jul 2023, 01:29 AM
দিনের শুরুতে রুপিতে ভারতের সঙ্গে বাণিজ্য নিষ্পত্তি উদ্বোধনের পর বিকালে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি ইস্টার্ন ব্যাংকে (ইবিএল) চালু হল ‘ইন্ডিয়ান ডেস্ক’।
বাংলাদেশের এ দুটি ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য নিষ্পত্তি করতে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়া প্রথম ব্যাংক।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার লো মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে রুপিতে আমদানি-রপ্তানির সূচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ সহ সরকারি সংস্থা, অর্থনীতিবিদ ও ব্যাংকাররা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।
রুপিতে বাণিজ্য শুরু: ‘বড় সূচনার প্রথম পদক্ষেপে’ বাংলাদেশ ও ভারত
বিকালে ঢাকার গুলশানে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্যোক্তাদের রুপিতে লেনদেন সেবা দিতে ‘ইন্ডিয়ান ডেস্ক’ উদ্বোধন হয়।
এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “রুপিতে লেনদেন বাংলাদেশ ভারতের একটি সফলতার একটি গল্প। এটি করতে অনেক চ্যালেঞ্জ ছিল। এখন একটি মাইল ফলক রচিত হল।”
দুই দেশ তার সম্পর্কে সঠিক দিকেই রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
রুপিতে লেনদেন নিয়ে চালু করতে পারাটা প্রতিশ্রুতির বাস্তবায়ন উল্লেখ করে তিনি বলেন, এটি দুই দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করবে।
এসময় ভিসা কার্ডে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সদস্যদের জন্য ভারতে কেনাকাটা করতে বিশেষ সুবিধার ইবিএল ক্রেডিট কার্ড সেবাও উদ্বোধন করা হয়।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকটির প্রধান কার্যালয় সংলগ্ন মতিঝিল শাখায় রুপিতে লেনদেন করা সংক্রান্ত উদ্যোক্তাদের তথ্য দিতে ‘বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্ক চালু’ করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম তা উদ্বোধন করেন। শাখা ব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম উপস্থিত ছিলেন।