ইউসিবির শুদ্ধাচার পুরস্কার পেলেন সারোয়ার

মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘সততার’ স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয় বলে ব্যাংকটি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 04:35 PM
Updated : 16 August 2022, 04:35 PM

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নরসিংদীর চিনিশপুর শাখার জুনিয়র অফিসার এ এস এম সারোয়ার জাহানকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেসরকারি ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সততার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউসিবি জানায়, বিগত ২০২১-২২ অর্থবছরের জন্য এই শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও নৈতিকতা কমিটির সভাপতি সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, ইউসিবির উপ ব্যবস্থাপনা পরিচালক ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট এন মোস্তফা তারেক উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপ ব্যবস্থাপনা পরিচালক ও নৈতিকতা কমিটির সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন, ইউসিবির এফভিপি ও নৈতিকতা কমিটির জয়েন্ট ফোকাল পয়েন্ট শিরীন সুলতানা এবং ইউসিবির এফএভিপি ও নৈতিকতা কমিটির সদস্য ইয়াওমুন নাহার উপস্থিত ছিলেন।