বৈঠকে আলোচনার বিষয়ে কিছু বলতে চাননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
Published : 23 Jan 2024, 01:07 AM
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন অ্যাসোসিয়েসন অব ব্যাংকস, বাংলাদেশ (বিএবি) এর নেতারা। বুধবার সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে এ বৈঠক হয়।
ব্যাংক উদ্যোক্তাদের এ সংগঠনের নেতাদের হঠাৎ গভর্নরের সঙ্গে এ বৈঠকের একদিন আগে মঙ্গলবার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করার অভিযোগে ১০ ব্যাংকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে আলোচনার বিষয়ে কিছু বলতে চাননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। গভর্নরের সঙ্গে জরুরি সাক্ষাতে বিএবির আট নেতা ও চার ডেপুটি গভর্নর ছিলেন।
এর আগে মঙ্গলবার ১০ ব্যাংকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে। ডলার দর কারসাজির অভিযোগ পেয়ে ১৩ ব্যাংকের বিরুদ্ধে অধিকতর তদন্তে নেমে ১০টির বিরুদ্ধে প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংক। এরপর এগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের অংশ হিসেব কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
চিঠির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছিলেন, ‘‘তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চিঠির উত্তর পেয়ে কেন্দ্রীয় ব্যাংক শাস্তির ধরন ঠিক করবে।’’
একই অভিযোগে গত বছরের আগস্টে অতিরিক্ত দরে ডলার কেনা-বেচায় দেশি বিদেশি ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসরাণ করেছিল বাংলাদেশ ব্যাংক।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)