১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারের আওতায় নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে গ্রাহকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত এই মূল্যছাড় পাবেন।
Published : 14 Nov 2023, 04:58 PM
ভ্রমণের এই মৌসুমে প্রিয়জনদের সঙ্গে কিংবা নিজের মতো করে ছুটি কাটানো আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে গো জায়ানে বিকাশ পেমেন্টে রয়েছে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারের আওতায় নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে গ্রাহকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত এই মূল্যছাড় পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাশাপাশি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে বিমান টিকেট বুকিংয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকছে।
অফারটি উপভোগ করার জন্য গো জায়ান ওয়েবসাইট, অ্যাপ বা বিকাশ ইন-অ্যাপ পেমেন্ট সার্ভিস ব্যবহার করতে হবে। তারপর পছন্দের হোটেল, রিসোর্ট বা এয়ারলাইন্স সিলেক্ট করে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্রমণের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে।
এরপর শর্তাবলি দেখে নিশ্চিত করলে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। এই পেমেন্ট অপশন থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
বিকাশ গ্রাহকরা অফার চলাকালীন প্রাপ্যতার ভিত্তিতে যেকোনো তারিখে হোটেল ও রিসোর্ট বুকিং করতে পারবেন। ভ্রমণের তারিখ পরিবর্তন কিংবা রিফান্ড পলিসি নির্দিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী হবে।
বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট করে এই অফারগুলো নিতে পারবেন গ্রাহকরা। এই ক্যাম্পেইন সম্পর্কে আরও জানা যাবে বিকাশের ওয়েবসাইট https://www.bkash.com/campaign/go-zayaan-nov ও অফিসিয়াল ফেইসবুক পেইজে।