নারায়ণগঞ্জে আকিজ সিরামিকসের ২টি বিপণন কেন্দ্র চালু

বিপণন কেন্দ্রগুলোতে আধুনিক ডিসপ্লে টুল ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 01:16 PM
Updated : 3 Dec 2022, 01:16 PM

নারায়ণগঞ্জে দুটি নতুন এক্সক্লুসিভ বিপণন কেন্দ্র চালু করেছে আকিজ সিরামিকস।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চাষাড়ায় কোম্পানির বিজনেস অ্যাসোসিয়েট ‘মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ’ ও গলাচিপায় পার্টনার রিটেইলার ‘মেসার্স সাফা সিরামিক গ্যালারি’-তে এ দুটি কেন্দ্র চালু করা হয়; উদ্বোধন করেন আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক খোরশেদ আলম।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপণন কেন্দ্রগুলোতে আধুনিক সব ফার্নিচার ও ডিসপ্লে টুল ব্যবহার করা হয়েছে, যা গ্রাহকদের অসাধারণ লাইভ এক্সপেরিয়েন্স দেবে।

আকিজ সিরামিকসের ১০০টি’র বেশি 'স্টেট অব দ্য আর্ট' লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট বিপণন কেন্দ্র রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সেলস এন্ড মার্কেটিং বিভাগের ডিজিএম আশরাফুল হক, হেড অব ব্র্যান্ড শাহ্জাদা ইয়াসির আরাফাত শুভ, মোহাম্মোদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আল মামুন মোল্লা ও মেসার্স সাফা সিরামিক গ্যালারির স্বত্বাধিকারী দিদার হোসেন উপস্থিত ছিলেন।