চতুর্থ বীমা দিবস বুধবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মহামারীর কারণে দিবসটি গত দু’বছর পালন করা হয় সীমিত পরিসরে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2023, 07:06 PM
Updated : 27 Feb 2023, 07:06 PM

দেশে চতুর্থবারের মতো জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে আগামী ১ মার্চ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে এ দিবস উদযাপন করছে।

বুধবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা দিবসের এ আয়োজন উদ্বোধন করবেন বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান আইডিআরএ এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি জানান, মহামারীর কারণে সীমিত পরিসরে গত দু’বছর দিবসটি পালন করা হয়। এবার বড় আয়োজনে দিবসটি পালন করা হবে।

২০২০ সাল থেকে জাতীয় বীমা দিবস উদযাপন করছে সরকার।

১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে এ অঞ্চলের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতি নিষিদ্ধের ওই সময়ে বঙ্গবন্ধু বীমা খাতে যোগ দিয়েছিলেন। বীমা কোম্পানির কর্মী হিসেবে তিনি সারা দেশ ভ্রমণ করেছিলেন। বীমার কাজের আড়ালে রাজনীতি করার সুযোগ নিয়েছিলেন। এজন্য সরকার ১ মার্চকে বীমা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার ৫২ বছরে দেশে বীমা কোম্পানির সংখ্যা এখন ৮১টি। এর মধ্যে জীবন বীমা ৩৫টি ও নন-লাইফ বা সাধারণ বীমা ৪৬টি।