অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাবসহ আরও কয়েকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
Published : 15 Nov 2023, 06:36 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সর্বশেষ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২৭ হাজার টন মসুর ডাল ও চার লটে এক লাখ ৩০ হাজার টন বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাবসহ আরও কয়েকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বেসরকারি সিটি এডিবল অয়েলের কাছ থেকে টিসিবির স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া টিসিবির জন্য ৬০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে রয় ট্রেডার্সের কাছ থেকে ছয় হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
টেবিলে উত্থাপন করা প্রস্তাব অনুযায়ী তুরস্ক থেকে ৯৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকায় ১০ হাজার টন ও দেশীয় বাজার থেকে ১১০ কোটি টাকায় ১১ হাজার টন মসুর ডাল কেনা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত থেকে ১২৬ কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া, একই দামে সৌদি আরব থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনতে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের দুই প্রস্তাবে মরোক্কোর কাছ থেকে ১৩৬ কোটি ৫৩ লাখ টাকায় ৩০ হাজার টন টিএসপি এবং মরক্কোর কাছ থেকে ২৫১ কোটি ৯৭ লাখ টাকায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২৪ সালের জন্য ৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মধ্যে গ্যাস অয়েল ২৩.৪০ লাখ টন, জেট এ-১- ৩ দশমিক ৭৫ লাখ টন, ফার্নেস অয়েল ৭ দশমিক ৫০ লাখ টন ও মেরিন ফুয়েল ৬০ হাজার টন রয়েছে।
তফসিল ঘোষণার পরও ক্রয় কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক একই ধারায় অব্যাহত থাকবে কিনা এমন এক প্রশ্নে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত তার জানা নেই। তবে সরকারের নিয়মিত কাজের অংশ হিসেবে এই বৈঠক অব্যাহত থাকার কথা।