‘আশ্বাস’ প্রকল্পের প্রথম পর্যায়ে ২০১৮-২২ সালে চার হাজার সারভাইবারদের মধ্যে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়।
Published : 24 Mar 2024, 07:36 PM
মানব পাচার থেকে উদ্ধার পাওয়াদের পুনর্বাসনে সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়িত ‘আশ্বাস’ প্রকল্পের সঙ্গে আবারো যুক্ত হয়েছে ‘বিকাশ’।
এর ফলে আগামী জুন থেকে ২০২৭ সাল পর্যন্ত ছয় হাজার পুনর্বাসিত ব্যক্তিকে বিকাশের মাধ্যমে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হবে।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
‘আশ্বাস’ প্রকল্পের প্রথম পর্যায়ে ২০১৮-২২ সালে চার হাজার সারভাইবারদের মধ্যে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রকল্পটি মানব পাচারের ভুক্তভোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘আশ্বাস’ এর প্রজেক্ট ডিরেক্টর এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্ত রক্ষিত, বিকাশের হেড অব বিজনেস সেলস মাসরুর চৌধুরী, এনজিও পার্টনারশিপ বিভাগের নভেরা আয়েশা জামান, উইনরক ইন্টারন্যাশনালের ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার মো. ওমর ফারুকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।