২৫ হাজার কোটি প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় এ চুক্তি হয়েছে।
Published : 24 Aug 2023, 06:25 PM
সিএমএসএমই উদ্যোক্তাদের স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ২৫ হাজার কোটি প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এবি ব্যাংক লিমিটেড।
এবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংক এবং এবি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।