অফার চলাকালে নির্দিষ্ট পরিমাণ পেমেন্টে সর্বোচ্চ ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন ও সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
Published : 12 Mar 2024, 04:15 PM
রোজার মধ্যে দেশের নির্দিষ্ট সুপারশপে কেনাকাটায় ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক অফার দিচ্ছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, অফার চলাকালে নির্দিষ্ট পরিমাণ পেমেন্টে সর্বোচ্চ ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন ও সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
“নির্দিষ্ট সুপারস্টোরে কেনাকাটায় ন্যূনতম দেড় হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাবেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। দিনে একবার এবং অফার চলাকালীন তিনবারে মোট ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।
এই কুপন পাওয়ার চারদিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে। আলাদাভাবে প্রতিটি কুপন ব্যবহারে গ্রাহকদের অবশ্যই নির্দিষ্ট মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।”
আগোরা, আলমাস সুপার শপ, আমানা বিগ বাজার, আপন বাজার, আপন ফ্যামিলি মার্ট, বিগ বাজার, ঢালী সুপার শপ, ইস্টার্ন বাজার, মীনা বাজার, মমতা সুপার শপ, পিক অ্যান্ড পে সুপার মার্কেট, প্রিন্স বাজার, প্রিন্স সুপার শপ, এসটিএল গ্রোসারি মার্ট, ট্রাস্ট ফ্যামিলি নিডস, হোলসেল ক্লাব, কাদের’স, ইউনিমার্ট এবং ডেইলি শপিংয়ে কেনাকাটায় ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।
কুপন পেতে কেনাকাটা শেষে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# (*247#) ডায়াল করে মূল্য পরিশোধ করতে হবে। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত।
পাশাপাশি নির্দিষ্ট কিছু অনলাইন গ্রোসারি শপে কেনাকাটায় ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক। অফার চলাকালীন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
চালডাল ডটকম, বেঙ্গল মিট, বাজার ৩৬৫, রাজশাহী ভিত্তিক শ্রদ্ধা অনলাইন শপ, এবং ফেইসবুক ভিত্তিক নিওফার্মার্স বাংলাদেশে কেনাকাটায় ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
এ সুবিধা পেতে অনলাইন গ্রোসারি শপগুলোয় বিকাশ অ্যাপ দিয়ে অথবা পেমেন্ট গেটওয়ের (চেকআউট পেমেন্ট, টোকেনাইজড পেমেন্ট, ডিরেক্ট চার্জ) মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে হবে।
তবে চালডাল ডটকমের ক্ষেত্রে শুধু ডিরেক্ট চার্জের মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে হবে। এই অফারটিও চলবে ঈদের দিন পর্যন্ত।