বিক্রয়কেন্দ্র ও অনলাইনে বিশেষ মূল্যছাড় কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত।
Published : 11 Mar 2024, 06:20 PM
বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও রোজার মাস উপলক্ষে পাঁচ শতাধিক নিত্যপণ্যে মূল্যছাড় দিচ্ছে রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’।
সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কর্মসূচি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডেইলি শপিং জানিয়েছে, বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৭০টি বিক্রয়কেন্দ্র আছে। সেসব বিক্রয়কেন্দ্র ও অনলাইনে বিশেষ মূল্যছাড় কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত।
ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, “মূল্যছাড়ের আওতায় ক্রেতারা ছোলা, বেসন, খেজুর, পাউডার ড্রিংক, চিড়া, মুড়ি, তেল, মসলা, নুডলস, বেভারেজ ও ট্রয়লেট্রিজ পণ্য কিনতে পারবেন। এছাড়া একটি কিনলে একটি কিংবা দুটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে।”
ক্রেতারা ডেইলি শপিংয়ের ওয়েবসাইট (dailyshoppingbd.com) থেকে বা ফোন করে পণ্য অর্ডার করলে দ্রুততম সময়ের মধ্যে তা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামালসহ ডেইলি শপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।