ঢাকা ও চট্টগ্রামে প্রতি বছর ৬০ হাজার করে পাঁচ বছরে তিন লাখ ইএফডি মেশিন বসানো হবে।
Published : 22 Aug 2023, 09:00 PM
বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালু করল জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর।
পণ্য বা সেবার বিক্রির তথ্য ও করের পরিমাণ সংরক্ষণে এনবিআরের চালু করা ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) সঙ্গে যুক্ত থাকে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) যন্ত্র। এর মাধ্যমে ব্যাবসায়িক লেনদেন বা কেনাবেচায় সরাসরি নজর রাখতে পারে এনবিআর।
মঙ্গলবার এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ইএফডিএমএস দেশে রাজস্ব আদায়ের গতি ত্বরান্বিত করবে বলে আশা করছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব খাতে সংস্কার আনার জন্য সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে ২০২১ সালে পরীক্ষামুলকভাবে ইএফডির মাধ্যমে ভ্যাট আদায় শুরু করা হয়েছিল। এখন সেই যন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মত বিভিন্ন দেশ ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করে রাজস্ব সংগ্রহে ব্যাপক উন্নয়ন করেছে বলে জানান তিনি।
গত দেড় দশকে দেশের আর্থ-সামাজিক খাতের সাফল্য ও অর্জনের কথা তুলে ধরে কামাল বলেন, “এই সময়ে সামগ্রিক জিডিপির আকার সাড়ে চার গুণ বেড়েছে এবং বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে। অথচ ২০০৯ সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ছিল ৬৮তম।”
২০২০ সালের ২৫ অগাস্ট প্রাথমিকভাবে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ইএফডি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়। তবে এসব যন্ত্র বসানোর কাজের অগ্রগতি খুব ধীর হওয়ায় আউটসোর্সিংয়ের জন্য ২০২১ সালের ১৩ ডিসেম্বর দরপত্র আহ্বান করে এনবিআর।
সর্বনিম্ন দরদাতা হিসেবে জেনেক্সের সঙ্গে গত ৩ নভেম্বর চুক্তি করে রাজস্ব আহরণকারী সংস্থাটি। এই চুক্তির আওতায় ইএফডি যন্ত্র সরবরাহ, স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে জেনেক্স ইনফোসিস।
ইএফডি বসানোর দায়িত্ব জেনেক্স ইনফোসিসকে দিল এনবিআর
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দেশে ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইএফডিএমএস অগ্রণী ভূমিকা পালন করবে।
ভ্যাট ব্যবস্থাপনায় এনবিআর বিশ্বে ‘স্মার্ট’ প্রতিষ্ঠান হতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইএফডি ডিভাইস স্থাপন রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণসহ সার্বিকভাবে এনবিআরের সহযোগী হিসেবে কাজ করবে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
জেনেক্স ইনফোসিস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ জালাল উদ্দিন বলেন, “ভ্যাট ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ব্যবসায় উৎপাদনশীলতা বাড়াতে এবং হিসাব শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করবে।
“ভ্যাট প্রদান এবং রিটার্ন দাখিলে ব্যবসায়ীদের বিভিন্ন জটিলতা এ ডিভাইসের মাধ্যমে অনেকটাই দূর হবে বলে আশা করি।”
প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে প্রতি বছর ৬০ হাজার করে পাঁচ বছরে তিন লাখ ইএফডি মেশিন বসানো হবে বলে জানিয়েছেন তিনি।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন ও এফবিসিসিআইয়ের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।