মুখপাত্র বদলালো বাংলাদেশ ব্যাংক

এদিনই পরিচালক থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন নতুন মুখপাত্র মেজবাউল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2022, 01:57 PM
Updated : 4 Dec 2022, 01:57 PM

দুই মাসের ব্যবধানে মুখপাত্র বদল করে সদ্য পদোন্নতি পাওয়া মেজবাউল হককে এ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার এক অফিস আদেশে এ পরিবর্তনের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিনই পরিচালক পদ থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান মেজবাউল।

এর আগে গত ৬ অক্টোবর নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

প্রায় দুই মাস পর এ দায়িত্বে বদল আনা হলো। যদিও আজাদের চাকুরির মেয়াদ আগামী বছরের অগাস্ট পর্যন্ত রয়েছে।

এর আগে চার বছরের বেশি সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পর নির্বাহী পরিচলক মো. সিরাজুল ইসলাম গত ৪ অক্টোবর অবসরে যান। সে জায়গায় এসেছিলেন আবুল কালাম আজাদ।

মুখপাত্রের দায়িত্বে নতুন আসা মেজবাউল ১৯৯৩ সালে কেন্দ্রীয় ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

দায়িত্ব বণ্টনের অফিস আদেশে নতুন মুখপাত্র সহকারী হিসেবে পাচ্ছেন ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সেএর পরিচালক সাঈদা খানমকে।