কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কর্মশালা

কর্মশালায় কৃষিপণ্য রপ্তানিতে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা ওঠে আসে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2022, 03:43 PM
Updated : 29 Nov 2022, 03:43 PM

বাংলাদেশ থেকে কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ’গ্লোবাল গ্যাপ: এক্সপোর্ট পারসপেক্টিভ ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের প্রশিক্ষণ ও সমন্বয় শাখার আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল গ্যাপের রেজিস্টার্ড ট্রেইনার অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ।

এতে আলোচনা করেন অধিদপ্তরের পরিচালক (রপ্তানি উন্নয়ন) শাহনাজ বেগম নীনা এবং পরিচালক (প্রশাসন ও হিসাব) ইকবাল হোসেন চাকলাদার।

কর্মশালায় কৃষিপণ্য রপ্তানিতে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনার পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে সংযোগ ও ব্র্যান্ডিং-এর উপর গুরুত্ব দেন বক্তারা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আ. গাফফার খান।

এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ এগোপ্রসেসর এক্সপোরটার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোরটার্স অ্যাসোসিয়েশন এতে অংশ নেয়।