ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ৫ মেধাবী শিক্ষার্থী মাসিক ভাতা হিসেবে ও ৫ শিক্ষার্থী ল্যাপটপ কিনতে বৃত্তি পাবেন
Published : 12 Jun 2023, 07:47 PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।
বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করা ‘প্রাণ-আরএফএল স্কলারশিপ ফর নেক্সট জেনারেশন লিডারশিপ’ প্রোগ্রাম থেকে এ বৃত্তি দেওয়া হবে।
সোমবার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের বৃত্তির জন্য ভাল ফালাফলের ভিত্তিতে নিজ ডিসিপ্লিনে আবেদন করতে হবে। সেখান থেকে বৃত্তি প্রদানের জন্য গঠিত কমিটির মাধ্যমে শীর্ষ ১০ শিক্ষার্থীকে বাছাই করা হবে।
বৃত্তি হিসেবে পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য প্রতি মাসে নগদ অর্থ ও পাঁচ শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ ল্যাপটপ কেনায় এককালীন নগদ অর্থ দেওয়া হবে।
রোববার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ও প্রাণ-আরএফএল এর মধ্যে বৃত্তি প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক এস কে মাহমুদুল হাসান চুক্তিতে সই করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফসার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক মো. নুরুন্নবী এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরিফুল আলম এ সময় উপস্থিত ছিলেন।