২৯ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো সিঙ্গার আউটলেট, ডিলার আউটলেট অথবা www.singerbd.com থেকে পণ্য কেনায় গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন।
Published : 04 Feb 2024, 04:49 PM
সিঙ্গারের ফ্রিজ, এয়ার-কন্ডিশনার, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক পণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধ করলে গ্রাহকরা পাবেন ৯,০০০ টাকা পর্যন্ত ছাড়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, এছাড়াও সৌভাগ্যবান দশ দম্পতি পাবেন ৪ দিন ৩ রাতের ইস্তাম্বুল (তুরস্ক) ভ্রমণেরও সুযোগ, যাদেরকে নির্বাচন করবে সিঙ্গার বাংলাদেশ।
২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে দেশব্যাপী যেকোনো সিঙ্গার আউটলেট, ডিলার আউটলেট অথবা www.singerbd.com থেকে পণ্য কেনায় গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন।
ছাড় পেতে হলে গ্রাহককে পেমেন্ট গেটওয়ে, বিকাশ অ্যাপ, *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট লিংকে ক্লিক করে মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে -https://www.bkash.com/campaign/singer-offer – লিংকে।