তিন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এই পুরস্কার।
Published : 20 Nov 2023, 06:56 PM
চলতি বছরের একুশে বইমেলায় বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বই বিক্রি করা ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বিকাশ।
তিন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এই পুরস্কার।
বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশকদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় প্রকাশক মাজহারুল ইসলাম, বিকাশের মার্চেন্ট পেমেন্টে ভাইস প্রেসিডেন্ট ফয়সাল শহীদ, মার্চেন্ট বিজনেসের ঢাকা সার্কেলের ভাইস-প্রেসিডেন্ট অভিজিত রায়, মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার জাফর ইকবালসহ অন্যান্য প্রকাশকরা উপস্থিত ছিলেন।
প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে ‘অ্যাপল ওয়াচ সিরিজ-৮’ জিতে নেয় অন্যপ্রকাশ, ঐতিহ্য, তাম্রলিপি, সাহিত্যদেশ ও প্রথমা প্রকাশনী।
দ্বিতীয় পুরস্কার হিসেবে সিলেটের হোটেল প্যালেসে ২ জনের জন্য ২ দিন ১ রাত অবকাশ যাপনের সুযোগ পেয়েছে বাতিঘর, পাঞ্জেরী, অস্তিত্ব, চমন প্রকাশ, দ্যা পপ-আপ ফ্যাক্টরি, বাঁধন ও কাকলী প্রকাশনী।
আর তৃতীয় পুরস্কার হিসেবে ‘ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ২ জনের জন্য বুফে ডিনার’ জিতে নেয় অনন্যা, জ্ঞানকোষ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, নালন্দা, সময়, অবসর, অন্বেষা, কথাপ্রকাশ, আগামী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রগতি ও স্টুডেন্ট ওয়েজ প্রকাশনী।