চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি এবং পাট ও চামড়া শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
Published : 17 Jan 2024, 08:34 PM
আগামী ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পরেও পণ্য রপ্তানিতে ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখার জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বুধবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।
বৈঠকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি ও পাটশিল্প এবং চামড়া শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলেও এসময় জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে ২০২৬ সালে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যে বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং কৌশল নির্ধারণে কাজ করছে।
“বিভিন্ন দেশ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট-পিটিএ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। এই চুক্তি হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে।”
আহসানুল ইসলাম বলেন, দেশের পাট ও চামড়া উদীয়মান ও সম্ভাবনাময় একটি খাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই খাতের উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় পাট ও চামড়া শিল্পের উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।