‘স্মার্ট অ্যাপস সল্যুউশন ফাংশন’ অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসিটি চালু এবং বন্ধ করা যায়। এর বিদ্যুৎ বিলের হিসাবও বের করা যায় সহজে।
Published : 16 Mar 2024, 08:14 PM
দেশে প্রথম বিএসটিআইর ৬-স্টার এনার্জি রেটিং সনদপ্রাপ্ত এসি এনেছে ওয়ালটন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক টনের এই এসির দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার টাকা।
এতে থাকছে এক বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছরের গ্যারান্টি, স্পেয়ার পার্টসে তিন বছরের ওয়ারেন্টি ও এক বছরের ফ্রি আফটার সেলস সার্ভিস সুবিধা।
ওয়ালটনের নতুন মডেলের এই এসিতে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে; যেখানে রানিং ডাটা, পারফরম্যান্স, টাইমিং, ইনডোর ও আউটডোরের টেম্পারেচারসহ প্রয়োজনীয় সব তথ্য দেখতে পাওয়া যাবে।
এছাড়াও ‘স্মার্ট অ্যাপস সল্যুউশন ফাংশন’ অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসিটি চালু এবং বন্ধ করা যায়। এর বিদ্যুৎ বিলের হিসাবও বের করা যায় সহজে।
এসিতে কোনো সমস্যা আছে কি না, তা স্মার্ট ডায়াগনসিসের মাধ্যমে পরীক্ষা করা যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ালটন জানিয়েছে, সারাদেশে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এসি কিনে ক্রেতারা পাচ্ছেন ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। পাশাপাশি চালু রয়েছে ওয়ালটনের ‘এসি এক্সচেঞ্জ’ সুবিধা।
এর আওতায় গ্রাহকরা ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যে কোন ব্র্যান্ডের নতুন বা পুরানো এসি জমা দিয়ে ওয়ালটনের যে কোন মডেলের নতুন স্প্লিট এসিতে ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং কমার্শিয়াল এসি সর্বোচ্চ ৪২ হাজার ৪৮০ টাকা ছাড়ে কিনতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই এসির কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ পরিবেশবান্ধব আর থ্রিটু রেফ্রিজারেন্ট। নতুন মডেলের এই এসিতে ব্যবহৃত হয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টারসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার।
এই এসিতে ব্যবহৃত এয়ার প্লাজমা প্রযুক্তি বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে ঘরে স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে।
থ্রি ইন ওয়ান কনভার্টার টেকনোলজির এই এসি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী দেড় টন থেকে এক টন এবং পৌনে এক টনে রূপান্তরের সুবিধা রয়েছে।