ওয়ালটন প্লাজাও পেয়েছে সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড।
Published : 22 Dec 2023, 06:58 PM
বিদায়ী ২০২২-২৩ কর বছরে সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছেন ওয়ালটন গ্রুপের তিন উদ্যোক্তা-পরিচালক।
তারা হলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
এছাড়া ওয়ালটন প্লাজা সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ালটন জানিয়েছে, বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সেখানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যানের তরফে কোম্পানির এডিশনাল এমডি এস এম সোয়েব হোসেন নোবেল, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলমের তরফে রিমার্ক এইচবি লিমিটেডের পরিচালক আবুল বাশার হাওলাদার এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও ওয়ালটন প্লাজার তরফে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেন।