সময় বাড়ানোর ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘নিয়ন্ত্রণ বর্হিভূত কারণে’ উল্লেখযোগ্য সংখ্যাক গ্রাহক আবেদন করতে পারেনি।
Published : 09 Oct 2023, 09:44 PM
কৃষিভিত্তিক হিমাগারগুলোর বকেয়া ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা কেন্দ্রীয় ব্যাংক দিয়েছিল, তার মেয়াদ আরও বাড়ল।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত জুন পর্যন্ত খেলাপি হওয়া হিমাগার শিল্পের ঋণ পুনঃতফসিল করার জন্য আগামী নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
গত জুলাই মাসে যখন এই বিশেষ সুবিধার ঘোষণা আসে, তখন ঋণ পুনঃতফসিল করার আবেদনের জন্য ১৩ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, “কৃষিভিত্তিক হিমাগার শিল্পখাতের গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে জমাপূর্বক অর্থায়নকারী ব্যাংকের নিকট আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩০ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল।’’
সময় বাড়ানোর ব্যাখ্যায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “নিয়ন্ত্রণ বহির্ভূত বিভিন্ন কারণে এ খাতের উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক অদ্যাবধি সার্কুলারে বর্ণিত সুবিধা গ্রহণের লক্ষ্যে প্রাকশর্তাদি পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন দাখিলে সমর্থ হয়নি মর্মে জানা যায়।”
এই সুবিধার আওতায় এক বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছর মেয়াদের জন্য ঋণ পুনঃতফসিল করা যাবে।
জুলাইয়ে এ সুবিধা দেওয়ার সময় শর্ত দেওয়া হয়েছিল, ১৩ জুলাই থেকে ৯০ দিনের মধ্যে গ্রাহককে আবেদন করতে হবে। জুন পর্যন্ত স্থিতি সুদ ব্লক হিসাবে স্থানান্তর করে আসল পাওনার উপর সুদ আরোপ করা হবে।
সেই সময় শেষ হয় গত ১৩ অক্টোবর। এখন আবেদনের সময়সীমা বাড়ানো হলেও গ্রাহকের আবেদন সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে নিস্পত্তি করতে নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নগদ জমার বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ঋণঃপুনতফসিল নীতিমালা অনুযায়ী করতে হবে।
২০২২ সালের জুলাই মাসে দেওয়া নীতিমালা অনুযায়ী, মেয়াদী, চলতি ও তলবী ঋণ পুনঃতফসিল করতে ঋণের বকেয়া পরিমাণের উপর ন্যূনতম আড়াই থেকে সাড়ে চার শতাংশ নগদ আকারে জমা দিয়ে আবেদন করতে হবে। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ কিস্তির ৫ থেকে ৭ শতাংশ নগদ আকারে জমা দিতে হবে।