কোনো চার্জ ছাড়া আখ চাষিরা টাকা ক্যাশ আউট করতে পারবেন।
Published : 07 Aug 2023, 08:18 PM
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন চুক্তিবদ্ধ আখ চাষিদের এমএফএস (মোবাইলে আর্থিক সেবা) প্রক্রিয়ায় টাকা পরিশোধ করবে; এজন্য বিকাশের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।
প্রতিযোগিতামূলক দরপত্রে অংশ নিয়ে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রায় এক লাখ আখ চাষির লেনদেনের দায়িত্ব পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ আরও জানিয়েছে, ঢাকার একটি হোটেলে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এ বিষয়ে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় চিনি শিল্প করপোরেশনের অধীন প্রায় এক লাখ চাষির কাছ থেকে আখ সংগ্রহের পর তাদের পাওনা পৌঁছে যাবে বিকাশে। কোনো চার্জ ছাড়াই তা ক্যাশ আউট করতে পারবেন তারা। করপোরেশন ও বিকাশ যৌথভাবে ক্যাশ আউট চার্জ বহন করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, “দীর্ঘদিন কৃষকদের একটা দাবি ছিল যে আখের দামটা যাতে এমএফএস এর মাধ্যমে দেওয়া হয়, যাতে তারা সহজেই টাকাটা পান। এ চুক্তির মাধ্যমে আখ চাষিদের স্বচ্ছতার সাথে টাকা পৌঁছে দিতে পারব, তারাও সহজে টাকাটা পেয়ে যাবে। ফলে, এক ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতাও তৈরি হবে।”
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু বলেন, “মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধের জন্য আমরা এবছর উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিলাম। সবগুলো এমএফএস প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে। বিকাশ তাদের সর্বোচ্চ সেবা দিয়ে এই টেন্ডারে বিজয়ী হয়েছে।”
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “বিকাশের মাধ্যমে যে টাকাটা পাঠানো হবে তার সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। টাকাটা কোথায় যাচ্ছে, কীভাবে কৃষক তা পাচ্ছেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পাবে করপোরেশন। এখন পর্যন্ত বিকাশ সর্বোচ্চ স্বচ্ছতা, নিয়মিত যোগাযোগ এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এক কোটি ২০ লাখ সুবিধাভোগীর কাছে বিভিন্ন সরকারি ভাতা, বৃত্তি, প্রণোদনা পৌঁছে দিয়েছে।”