প্রথম রোজা থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকাল ৫টা থেকে বন্ধ থাকবে। আর খুলবে রাত ১১টার পরিবর্তে রাত ১০টায়।
Published : 12 Mar 2024, 05:03 PM
আসন্ন রোজার ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১২ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ও খোলার সূচিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রোজা থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকাল ৫টা থেকে বন্ধ থাকবে। আর খুলবে রাত ১১টার পরিবর্তে রাত ১০টায়।
ঈদযাত্রার সময় ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।
ঈদের পর ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।