গ্রাহকরা তাদের অন্যান্য আসবাবপত্রের সঙ্গে মিল রেখে পছন্দমত রঙ ও ডিজাইন দিয়ে ওয়ালটন থেকে ফ্রিজ তৈরি করে নিতে পারবেন।
Published : 20 Feb 2024, 01:07 PM
বাজারে থাকা নানা রকমের ফ্রিজের বাইরেও নিজের পছন্দসই রঙ আর নকশায় ফ্রিজ কিনতে পারবেন গ্রাহকরা।
কাঙ্ক্ষিত ডিজাইন বলে দেওয়ার অল্প সময়ের মধ্যে ঘরে বসে কাস্টমাইজড ফ্রিজ নেওয়ার সেই সুযোগ দিচ্ছে ওয়াল্টন; সেজন্য 'ড্রিমার্স ক্যানভাস' নামে একটি প্রকল্প চালু করেছে দেশীয় এই প্রযুক্তি কোম্পানি।
বাংলাদেশে ওয়ালটনই প্রথম এমন সুবিধা দিচ্ছে জানিয়ে কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, রোববার বিকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে 'ড্রিমার্স ক্যানভাস' প্রোজেক্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে 'ড্রিমার্স ক্যানভাস' প্রোজেক্টের লোগো এবং ওয়েবসাইট (ক্যানভাস ডট ওয়ালটন বিডি ডটকম) উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।
তিনি বলেন, “ড্রিমার্স ক্যানভাস প্রোজেক্টের মাধ্যমে ওয়ালটন বরাবরের মতই বাংলাদেশের গ্রাহকদের জন্যে নতুন কিছু নিয়ে এসেছে। এই প্রোজেক্টের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে গ্রাহকদের কাছে রেফ্রিজারেটরকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে ওয়ালটন।
“ওয়ালটনের 'ড্রিমার্স ক্যানভাস' প্রোজেক্ট দেশের ফ্রিজ বাজারে এক ব্যতিক্রমী উদ্যোগ। যা দেশের ফ্রিজের বাজারে ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাবে।”
ওয়ালটন ফ্রিজের সিবিও তোফায়েল আহমেদ বলেন, “অনেক গ্রাহক আছেন, যারা ভাবেন- ফ্রিজের ডিজাইনটি যদি তাদের নিজের পছন্দমত হত, সেইসব গ্রাহকদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই 'ড্রিমার্স ক্যানভাস' প্রোজেক্ট। বাংলাদেশে ওয়ালটনই প্রথম গ্রাহকদের জন্য কাস্টমাইজড ফ্রিজের সুবিধা নিয়ে এল।
“গ্রাহকরা তাদের ঘরের অন্যান্য আসবাবপত্রের সঙ্গে মিল রেখে পছন্দমত রঙ ও ডিজাইন দিয়ে ওয়ালটন থেকে ফ্রিজ তৈরি করে নিতে পারবে। এমনকি বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে গ্রাহকরা তাদের মনের মত ডিজাইনে তৈরি ফ্রিজ উপহার দিতে পারবেন।”
ওয়ালটন ফ্রিজের ডিসিবিও আনিসুর রহমান মল্লিক বলেন, ড্রিমার্স ক্যানভাসের ওয়েবসাইটে গিয়ে গ্রাহক তার মনের মত ডিজাইন তৈরি করে নিজেই সেখানে আপলোড করে অর্ডার করতে পারবেন। গ্রাহকের অর্ডার করা ডিজাইন অনুযায়ী ফ্রিজ তৈরি করে বাসায় পৌছে দেবে ওয়ালটন।
ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও নজরুল ইসলাম সরকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম ও ওয়ালটন ফ্রিজ আরঅ্যান্ডআই বিভাগের প্রধান আজমল ফেরদৌস ড্রিমার্স ক্যানভাস প্রজেক্ট উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।