ছয়টি গোল্ড, নয়টি সিলভার ও ১০টি ব্রোঞ্জ পুরস্কার জিতেছে গ্রামীণফোন
Published : 14 Dec 2023, 06:24 PM
এবারের ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে’ ২৫টি পুরস্কার জিতেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।
এর মধ্যে রয়েছে ছয়টি গোল্ড পুরস্কার, নয়টি সিলভার ও ১০টি ব্রোঞ্জ পুরস্কার।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-২০২৩’ এর পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানায়, পুরস্কার জয়ী ক্যাম্পেইনগুলো ‘গ্রে ঢাকা’ ও ‘মাইন্ডশেয়ার বাংলাদেশ’ কমিউনিকেশন পার্টনাদের সঙ্গে নিয়ে তৈরি করা হয়। বন্ধু দিবস উপলক্ষে গ্রামীণফোনের বিশেষ ক্যাম্পেইন ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনটি ১০টি পুরস্কার জিতে নেয়। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গ্রামীণফোনের #লাইভফরবঙ্গবাজার ক্যাম্পেইন এবং #চলোবাংলাদেশ ক্যাম্পেইন’ প্রশংসিত হয়।
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড সন্ধ্যায় গ্রামীণফোনের বায়োস্কোপ প্রিয়তমা ক্যাম্পেইন বেস্ট ইউজ অব ইউটিউব (গোল্ড অ্যাওয়ার্ড); সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্যাম্পেইনের জন্য বেস্ট ইউজ অব সার্চ (ব্রোঞ্জ অ্যাওয়ার্ড); মাইজিপি ইবাদাহ ক্যাম্পেইনটি বেস্ট ইউজ অব সার্চ (সিলভার অ্যাওয়ার্ড); মাইজিপি ইবাদাহ ক্যাম্পেইনের জন্য বেস্ট অ্যাপ মার্কেটিং (ব্রোঞ্জ অ্যাওয়ার্ড); এশিয়া কাপ সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্যাম্পেইনের জন্য বেস্ট ইউজ অব সার্চ (সিলভার অ্যাওয়ার্ড); এবং মাইজিপি ওয়ান ট্যাপ বিকাশ এর জন্য বেস্ট অ্যাপ মার্কেটিং (ব্রোঞ্জ অ্যাওয়ার্ড) পেয়েছে।
অনুষ্ঠানে ‘ক্রিয়েটিং এনগেজিং অ্যান্ড ইমপ্যাক্টফুল মার্কেটিং ন্যারেটিভস ইন দ্য ডিজিটাল এরা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব।
গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনের বিভিন্ন উদ্যোগ ও ক্যাম্পেইন ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস আয়োজনে ২৫টি পুরস্কার জিতে নিয়েছে, যা আমাদের সকলের জন্য আনন্দের। এই অর্জন মূলত ডিজিটাল উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতিকেই তুলে ধরে।”