Published : 23 Jul 2022, 08:19 PM
দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড হাতিল ভারতের ইনডেক্স দিল্লি ২০২২ বাণিজ্য মেলায় অংশ নিয়েছে।
শুক্রবার শুরু হওয়া তিন দিনের এ মেলা রোববার শেষ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাতিল।
এতে বলা হয়, বাড়ির অভ্যন্তরীণ সৌন্দর্য্য, স্থাপত্য শৈলী, ভবন নির্মাণ সামগ্রী এবং ডিজাইনের জন্য এ প্রদর্শনী ভারতের বৃহত্তম বাণিজ্যিক প্ল্যাটফর্ম।
দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে হয়ে আসা এ প্রদর্শনী ২০১৯ সালে রাজধানী দিল্লির প্রগতি ময়দানে সম্প্রসারিত হয়।
বিজ্ঞপ্তিতে হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, “নতুন বাজার তৈরির লক্ষে আমরা বাংলাদেশ, দুবাই, ভারত ও থাইল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক আসবাব মেলাগুলোতে নিয়মিত অংশ নিচ্ছি।
“আমাদের যে উৎপাদন ক্ষমতা রয়েছে তা দিয়ে সর্বোত্তম গুণগতমান বজায় রেখে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানো সম্ভব।”
তিনি বলেন, ”ইনডেক্স ভারতের প্রথম সারির একটি ইন্টেরিয়র ডিজাইন এক্সিবিশন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের পণ্যগুলো প্রদর্শনের জন্য অন্যতম সেরা প্ল্যাটফর্ম৷ স্থপতি, ভবন নির্মাতা, সেলিব্রিটিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
“এই প্রথম এখানে আমরা অংশগ্রহণ করছি, এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি।”
হাতিল জানায়, দেশে হাতিলের ৭২টি শোরুম রয়েছে। প্রথম বাংলাদেশি ফার্নিচার ব্র্যান্ড হিসেবে এটি ভারত, ভুটান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, আরব আমিরাত এবং সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণ করেছে।
ভারতের মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুয়াহাটি, হরিয়ানা, চণ্ডিগড় ও কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যে ২৬টি এবং ভুটানের থিম্পুতে দুটি শোরুম রয়েছে ব্র্যান্ডটির।
পণ্যের গুণগতমান এবং ডিজাইনের কারণে ক্রেতাদের সাড়া পাওয়ায় ভারতে আউটলেট বাড়ানো হচ্ছে বলে হাতিল জানায়।