Published : 01 Jan 2023, 07:18 PM
বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর একই ধরনের প্রকল্পের ক্ষেত্রে জ্ঞানগত ও কারিগরি বিষয়ে সমন্বয় নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, “সমন্বয়টা সবার জন্য প্রয়োজ্য। এ মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে স্মার্ট গ্রিড বা ডিস্ট্রিবিউশনসহ অন্যান্য প্রকল্পে সমন্বয়ের পরিকল্পনা দেখতে চাই। বিদ্যুৎ বিভাগ থেকে এই উদ্যোগ নিতে হবে। স্মার্ট গ্রিড পলিসি প্রণয়ন করতে হবে।”
রোববার ঢাকায় বিদ্যুৎ ভবনে বিতরণ সংস্থা ডিপিডিসি আয়োজিত ‘স্মার্ট গ্রিড পাইলট প্রকল্পের’ কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
গত ৪ অক্টোবর দিনের বেলা বিদ্যুৎ সঞ্চালনের জাতীয় গ্রিডের একাংশে বিপর্যয়ের কারণে ঢাকাসহ দেশের এক তৃতীয়াংশ এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মত গ্রিড বিপর্যয়ের পর স্মার্ট গ্রিড বিষয়টি আবার আলোচনায় আসে।
স্মার্ট গ্রিড পদ্ধতিতে সঞ্চালন লাইনে কোনো গাছ পড়লে, লাইন ছিঁড়লে, ট্রান্সফর্মার নষ্ট হলে স্বয়ংক্রিয়ভাবে বিতরণ সংস্থা জানতে পারে। কোথায় কত ভোল্টেজ প্রয়োজন, কত সরবরাহ হচ্ছে, দুর্বল লাইন, দুর্বল ট্রান্সফর্মার, দুর্বল খুঁটি- এমন নানা সমস্যা আগেই চিহ্নিত করা যাবে। সেই সমস্যার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলে সংশ্লিষ্ট গ্রাহককে মূল ট্রান্সমিশন থেকে বাদ রেখে বাকি গ্রাহকদের অন্য সাবস্টেশনের সঙ্গে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা যায়।
নেসকো ও ডেসকো ইতোমধ্যেই স্মার্ট গ্রিড বা স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রকল্প বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। ডিপিডিসি সেখানে প্রকল্পের কাজ হাতে নিয়েছে, যা বাস্তবায়ন হতে অন্তত পাঁচ বছর লেগে যেতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। সবচেয়ে পুরোনো বিতরণ সংস্থা পিডিবি এবং বড় বিতরণ সংস্থা আরইবি এখনও এধরনের প্রকল্পে হাত দেয়নি।
স্মার্ট গ্রিড পদ্ধতিতে গ্রাহক নিজে যেমন তার বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন, তেমনি বিতরণ কোম্পানিও গ্রাহকের চাহিদা সম্পর্কে জানতে পারে। ফলে সে অনুসারে বিদ্যুৎ সরবরাহ করতে পারে কোম্পানি, তাতে সিস্টেম লস কম হয়।
কর্মশালায় নসরুল হামিদ বলেন, “সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের প্রয়োজন নির্ভরযোগ্য ডেটা বা তথ্য। সঠিক ডেটার জন্য আমাদেরকে স্মার্ট পদ্ধতিতে যেতে হবে।
“বিপিডিবি এ ধরনের স্মার্ট গ্রিড পদ্ধতির নেতৃত্ব দিতে পারত। কিন্তু তারা পেছনে পড়ে গেছে। আরইবির এ ধরনের প্রকল্পে দ্রুত যাওয়া উচিত। আরও ৫/৬ বছর আগে তাদের শুরু করা উচিত ছিল। কিন্তু তারা শুরু করতে পারেনি।”
বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, “এ বছরের শেষ দিকে ডেসকো একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম হাজির করতে পারবে। পিডিবি, ওজোপাডিকো ও আরইবিকেও এসব প্রকল্প নিতে হবে।
“স্মার্ট ডিস্ট্রিবিউশন চালু করার ক্ষেত্রে বিতরণ কোম্পানিগুলো যেন নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় করে নেয়। একেক কোম্পানি যদি একেক ধরনের প্রযুক্তি বাস্তবায়ন করি, সেটা ভালো ফল দেবে না।”
হাবিবুর বলেন, “এই ঢাকা শহরে ডেসকো ইতোমধ্যেই স্মার্ট গ্রিড বা ডিস্ট্রিবিউশন সিস্টেমের দিকে গেছে, সেখানে ডিপিডিসি এখন এই প্রকল্প হাতে নিতে যাচ্ছে। আজকের স্টেকহোল্ডার কনসালটেশনে ডেসকোর অভিজ্ঞতাও একটা আলোচ্য বিষয় হতে পারত।”
কর্মশালায় বিদেশি পরামর্শক ও ডিপিডিসির প্রকৌশলীরা অংশ নেন।