ইএসএসএবি সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এআইইউবি

২০২২ সালে বাণিজ্যিক ভবন বিভাগে এই স্বীকৃতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 02:51 PM
Updated : 30 Nov 2022, 02:51 PM

অগ্নিনিরাপত্তা ব্যবস্থার যথাযথ রক্ষণাবেক্ষণের স্বীকৃতি হিসেবে ইলেকট্রনিক সেইফটি অ্যান্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)-এর সেইফটি একসিলেন্স পুরস্কার পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)।

২০২২ সালে বাণিজ্যিক ভবন বিভাগে এই পুরস্কার পেল বেসরকারি এই বিশ্ববিদ্যায়লটি।

বুধবার এআইইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ নভেম্বর ইএসএসএবি আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। এআইইউবির পক্ষে সিনিয়র সহকারী অধ্যাপক জনাব আবুল হাসনাত পুরস্কার ও নিরাপত্তা সনদ গ্রহণ করেন।