আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বলছে, তেমনি ক্লেমন মোহিতো ভোক্তাদের ‘চাহিদা ও পছন্দ অনুযায়ী’ তৈরি করা হয়েছে।
Published : 03 Apr 2024, 04:40 PM
এই গরমে নতুন স্বাদের ‘ক্লেমন মোহিতো’ যুক্ত হল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ক্লেমন পরিবারে।
মঙ্গলবার রাজধানীর আকিজ হাউজে এক সংবাদ সম্মেলন নতুন এই পানীয় উন্মোচন করা কথা জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বলেছে, “এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে কুল লেমন ও মিন্টের সতেজতায় তৈরি ক্লেমন মোহিতো ভোক্তাকে করে তুলবে সতেজ ও প্রাণবন্ত। এতে দূর হবে সারা দিনের ক্লান্তি। যা এখন পাওয়া যাচ্ছে সর্বত্র।”
কোম্পানির ডিরেক্টর অব অপারেশন সৈয়দ জহুরুল আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "ক্লেমন যেমন খুব কম সময়ে বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার লেমন ড্রিংকে পরিণত হয়েছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষে চলে এসেছে, ঠিক তেমনি ক্লেমন মোহিতো ভোক্তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে। তাই আমরা আশা করছি, ভোক্তারা ঠিক একই রকম ভালোবাসা দিয়ে ক্লেমন মোহিতোকে গ্রহণ করে নেবে।"
কোম্পানির জিসিপিও নাবিল আহমেদ, সিএমও মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।