স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের গঠন করা প্যানেল থেকে।
Published : 13 Jan 2025, 12:17 AM
এখন থেকে ব্যাংক বহির্ভূত কোনো আর্থিক কোম্পানি (এনবিএফআই) ঋণ খেলাপি হলেও তার দায় স্বতন্ত্র পরিচালকদের কাঁধে পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার ফাইন্যান্স কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে দেওয়া এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এটাও বলেছে, এখন থেকে আর্থিক কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা প্যানেল থেকে।
ফাইন্যান্স কোম্পানি ঋণ নিলে স্বতন্ত্র পরিচালকরা কোনো ধরনের ‘গ্যারান্টিপত্রে’ সই করবেন না। এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ধরনের সিদ্ধান্তের কারণ তুলে ধরে সার্কুলারে বলা হয়েছে, এতদিন কোনো আর্থিক কোম্পানি খেলাপি হলে স্বতন্ত্র পরিচালকরাও খেলাপি হয়ে যেতেন। ফলে ‘স্বচ্ছ ভাবমূর্তির’ অনেকেই এই পদে বসতে চাইতেন না।
“পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের স্বাধীন-নিরপেক্ষ মতামত দেওয়ার কোনো প্রতিফলনও দেখা যায় না। পরিচালনা পর্ষদে কোম্পানি ও আমানতকারীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত হলেও স্বতন্ত্র পরিচালকদের কোনো ‘নোট অব ডিসেন্ট’ পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রে ফাইন্যান্স কোম্পানি এসব পরিচালকদের নিয়োগ দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের আর্থিক কোম্পানি ও বাজার বিভাগের জারি করা সার্কুলারটি ব্যাংক বহির্ভূত আর্থিক কোম্পানিগুলোকেও পাঠানো হয়েছে।
নতুন সিদ্ধান্তের ব্যাপারে এতে বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালকদের প্যানেল তৈরি করবে। কোম্পানিগুলো স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ্য ব্যক্তির নাম বাংলাদেশ ব্যাংকের আর্থিক কোম্পানি ও বাজার বিভাগে পাঠাতে পারবে। সেখান থেকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে।
“আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকের পদ কোনো কারণে শূন্য হলে তা তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এছাড়া স্বতন্ত্র পরিচালকের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানাতে হবে অন্তত ৩০ দিন আগে।”
সার্কুলারে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালকরা স্বাধীনভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। কোনো অনিয়ম দেখলে বা স্বাধীন মতামত দেওয়ার ক্ষেত্রে বাধা এলে বা পর্ষদ সভার কার্যবিবরণীতে মতামতের প্রতিফলন না হলে তিনি তা বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে জানাবেন।
প্রয়োজনে পরিচালনা পর্ষদের কোনো সিদ্ধান্তের বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ থাকলে তা সরাসরি বাংলাদেশ ব্যাংককে অবহিত করার কথাও বলা হয়েছে।